ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ২ ‘আলমসাধু’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
চুয়াডাঙ্গায় ২ ‘আলমসাধু’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে দুই ‘আলমসাধু’র মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল হোসেন (২৮) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইব্রাহীম হোসেন (৪০) নামে আরও একজন।

 

বুধবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে জয়রামপুর কাঁঠালতলায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত দুজন ওই দুটি আলমসাধুর (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহন) চালক।

নিহত উজ্জ্বল হোসেন আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে।  

আহত ইব্রাহীম হোসেন আলমডাঙ্গার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জয়রামপুরে মাছ ও কাঠ বোঝাই দ্রুতগতির দুটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে হলে উভয় গাড়ির চালক গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।