ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১টার দিকে বালিয়াডাঙ্গীর নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলারের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

 

শুক্রবার বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।  

ওসি বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান রাজু। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে।

ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, গুলিতে একজনের মৃত্যু খবর শুনেছি। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয় তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।