ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের আসন কমানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
ট্রেনের আসন কমানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-ঢাকা রুটে ট্রেনের আসন কমানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে।  

সোমবার (৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় ‘বদলে দাও ঠাকুরগাঁও’ নামে একটি সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

 

এসময় বক্তব্য দেন- ‘বদলে দাও ঠাকুরগাঁও’ এর প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক এস এম জসিম, সাংবাদিক আল মামুন, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, আরমান শিহাবসহ অনেকে।  

বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে। ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। এক দিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে, অন্য দিকে কয়েকদিন আগে আবার ট্রেনের আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে। যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ। সবার দাবি, বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও-পঞ্চগড়, তাই এ অঞ্চলে মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক।  

বক্তারা আরও বলেন, এতোদিন ঠাকুরগাঁওয়ের জন্য নির্দিষ্ট আসন সংখ্যা ছিল ১৭০টি। কিন্তু কিছুদিন আগে তা থেকে ৬০টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি, আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালো মানের বগি দেওয়া হয়, তাহলে এ অঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক পথ যেমন সুগম হবে, তেমনি যাতায়াতও সুখময় হবে।

দাবি আদায় না হলে পরে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।