ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ভূমি অধিগ্রহণের টাকা পেলেন ১৯ ভূমি মালিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
না.গঞ্জে ভূমি অধিগ্রহণের টাকা পেলেন ১৯ ভূমি মালিক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর, বন্দর ও আড়াইহাজার উপজেলার কয়েকটি প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ১৯ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিক পেয়েছেন দুই কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৩৩১ টাকা।  

বুধবার (১০ জুলাই) ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা- খ অঞ্চল) টি এম রাহসিন কবির প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বিভিন্ন এল এ মামলায় ১৯ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে মোট দুই কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৩৩১ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

চেক প্রাপ্তদের সদরের এল এ কেস নং ০৮/২০২১-২২ এর ১৭ লাখ ৭৯ হাজার ৪০ হাজার টাকার একটি চেক, বন্দরের এলএ কেস ০১/২০২২-২৩ এর ৬২ লাখ দুই হাজার ৮৫০ টাকার চারটি চেক, এল এ কেস ০৩/২০২২-২৩ এর ৭৫ লাখ ৮১ হাজার ২৯০ টাকার সাতটি চেক, এলএ কেস ০৯/২০২১-২২ এর ২ লাখ ৬৭ হাজার ৩২৩ টাকার দুটি চেক, আড়াইহাজারের এলএ কেস ০৫/২০২২-২৩ এর ৩১ লাখ ৮০ হাজার ৯৪৭ টাকার দুটি চেক, ০১/২০২২-২৩ এর ৭৭ লাখ ৪৩ হাজার ৮৭৮ টাকার তিনটি চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।