ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঘুমধুমে এক লাখ ইয়াবা এক কেজি আইস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
ঘুমধুমে এক লাখ ইয়াবা এক কেজি আইস জব্দ

কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা ও এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (১০ জুলাই) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ইয়াহিয়া গার্ডেন এলাকায় এ অভিযান চালানো হয়।

তবে এসময় কাউকে আটক করা যায়নি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন সংলগ্ন চিকনপাতার গাছ বাগান নামক এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ছোট একটি বস্তা ফেলে ৩-৪ জন লোক দৌঁড়ে পালিয়ে যায়।  

পরে সেখানে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ওই বস্তা থেকে এক লাখ ইয়াবা এবং এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এসবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।