কিশোরগঞ্জ: জেলার ভৈরব উপজেলায় এক নারীসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) গ্রেপ্তারের পর তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের হামিদাপাড়া পাহাড়তলী এলাকার মো. সালেহের স্ত্রী হামিদা বেগম (২৮) ও একই জেলার রামু এলাকার রফিক আহমেদের ছেলে মো. এরশাদ (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুলাই) বিকেলে ভৈরব উপজেলা নির্বাচন অফিসে ভুয়া জন্মসনদ নিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে যান হামিদা বেগম। এ সময় তার সঙ্গে ছিলেন মো. এরশাদ নামে আরেক ব্যক্তি। নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন তারা কোনো সঠিক উত্তর দিতে পারেননি। পরে তাদের ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এরপর দুই রোহিঙ্গার নামে ভৈরব থানায় মামলা করা হয়।
এ প্রসঙ্গে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, নির্বাচন অফিসে ভুয়া কাগজে ভোটার আইডিকার্ড বানাতে আসা দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এফআর