কুমিল্লা: তিন বছর আগে শিশু আবদুল্লাহকে (১২) ফেলে তার মা পালিয়ে যান প্রেমিকের হাত ধরে। শিশু আবদুল্লাহকে দেখাশোনার জন্য পরে বাবা আমানুল্লাহ বিয়ে করেন লিজা আক্তার নামে অন্য এক নারীকে।
শনিবার (১৩ জুলাই) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহকে হত্যার বিষয়টি সৎ মা লিজা স্বীকার করেছেন বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, শনিবার সকালে আবদুল্লাহ তার সৎ মায়ের কাছে পানি চায়। এতে শিশুটির ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন লিজা আক্তার। স্থানীয়রা খবর পেয়ে শিশুটিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবদুল্লাহর বাবা আমানুল্লাহ বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইউছুফপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোসলেম উদ্দিন জানান, আমরা এসে দেখেছি শিশুটি মৃত পড়ে আছে। শুনেছি সৎ মা তাকে মেরে ফেলেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, ঘটনায় অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এসএএইচ