ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
বরগুনায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ৪০

বরগুনা: চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বরগুনায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা।

তিনি বলেন, দেশের সম্পদ নষ্ট করায় ও নাশকতার আশঙ্কায় বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত বরগুনা জেলার ছয়টি উপজেলায় ৩৮ জন ও বামনা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।