গাইবান্ধা: গাইবান্ধায় কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় করা দুই মামলায় ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই মামলায় ১২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ শতাধিক জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
এর আগে গত ১৯ জুলাই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ করে ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।
এ মামলায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইমারুল ইসলাম সাবিনের ছেলে সৌমিক ও জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের ছেলে সিজানকে আসামি করা হয়েছে।
এছাড়া গত ১৭ জুলাই গাইবান্ধার সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে ৪৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে আরো একটি মামলা করেন।
বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এসআই