ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতা: ঢামেকে শিক্ষার্থীসহ আরও দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
সহিংসতা: ঢামেকে শিক্ষার্থীসহ আরও দুইজনের মৃত্যু

ঢাকা: রাজধানীতে সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থী মারা গেছেন।  এছাড়া সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন - একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও মাইন উদ্দিন (২৫)

শুক্রবার (২৬ জুলাই) ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রাবাড়ী এলাকায় সহিংসতার ঘটনায় আহত হয়ে মাইনউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যাযন ও শিক্ষার্থীর ডালিম চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে মারা যায়।

জানা গেছে, নিহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম যশোর ঝিকরগাছা উপজেলার নওশের আলীর ছেলে। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় একটি ম্যাচে থাকতেন তিনি। পাশাপাশি তেজগাঁও এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন তিনি।

গত শুক্রবার রামপুরা এলাকায় সহিংসতার সময় ডালিম আহত হন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের জেনারেল আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি।

এদিকে গত ২১ জুলাই যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় সহিংসতায় মাইনউদ্দিন আহত হন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি। নিহত মাইনউদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার কামরুল ইসলামের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এজেডএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।