ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাথরুমের দরজা ভেঙে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত দেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
বাথরুমের দরজা ভেঙে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত দেহ প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল নগরের সরকারি বরিশাল কলেজের ছাত্রী মিম আক্তারের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) সকাল ৬টার দিকে নগরের পলাশপুরের জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার এসআই নাইম আহম্মেদ।

মিম আক্তার (১৪) সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পলাশপুর এলাকার মিলন হাওলাদারের মেয়ে।

মিমের মা রেনু বেগম জানান, ভোরে ঘুম থেকে মেয়ের রুমে গিয়ে দেখতে পান সেখানে কেউ নেই। পরে বাথরুম ভেতর থেকে আটকানো দেখে তালা ভেঙে গলায় দড়ি দেওয়া মেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

কাউনিয়া থানার এসআই নাইম আহম্মেদ বলেন, আমরা গিয়ে বাথরুমের দরজা ভেঙে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তথ্য মতে, ব্যক্তিগত কারণে ওই কলেজছাত্রী বেশ কিছুদিন ধরে অবসাদগ্রস্ত ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।  

তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।