ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
ধামরাইয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাবার বিতরণ

ঢাকার ধামরাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার কালামপুর এলাকায় ৩০ জন শিশুর মাঝে খিচুরি বিতরণ করা হয়।

খাবার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেহবিন মুশফিকাসহ আফরিনা তাবাসসুম, রাকিবুল হাসান সিয়াম ও ওয়াসিম আকরাম প্রমুখ।

শিশুদের মাঝে খাবার বিতরণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, বসুন্ধরা শুভসংঘ নিয়মিত শিশুদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। আজ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক সহযোগিতা নিয়ে সবার পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।