ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যানবাহন চলাচল বেড়েছে এক্সপ্রেসওয়েতে, বিভিন্ন স্টপেজে যাত্রীর ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
যানবাহন চলাচল বেড়েছে এক্সপ্রেসওয়েতে, বিভিন্ন স্টপেজে যাত্রীর ভিড়

মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে যান চলাচল। গত বুধবার থেকেই যানবাহন চলাচল শুরু করলেও শনিবার (২৭ জুলাই) সকাল থেকে পূর্বের রূপে ফিরে আসে যানবাহন চলাচল।

ব্যস্ত মহাসড়কে দূরপাল্লার পরিবহন চলাচল যেমন বেড়েছে, তেমনি লোকাল পরিবহনে যাত্রীদের ভিড়ও দেখা গেছে।  

এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন দেশজুড়ে শাটডাউন কর্মসূচিসহ বিক্ষোভ মিছিল থাকায় গত সপ্তাহের বুধবার (১৭ জুলাই) থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী দূরপাল্লার পরিবহন খুব একটা দেখা যায়নি। এরপর টানা ছয়দিন কার্যত যানবাহন শূন্য হয়ে হয়ে পড়ে এক্সপ্রেসওয়ে। চরম বিপাকে পড়ে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ।  

এদিকে আজ শনিবার সকাল থেকে পূর্বের রূপে ফিরে আসে যানবাহন চলাচল। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে পরিবহনসহ সব ধরনের যানবাহন। গন্তব্যের উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন বাসস্টপেজে যাত্রীদের ভিড় দেখা গেছে। প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে মহাসড়কে।

সরেজমিনে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, শনিবার সকাল থেকেই দূরপাল্লার পরিবহনসহ ঢাকা-ভাঙ্গা লোকাল বাস চলাচল করছে। শিবচরের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। এছাড়াও ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড়ও দেখা গেছে বাসস্টপেজে।

ঢাকাগামী যাত্রী মো. হৃদয় হাসান বাংলানিউজকে বলেন, কয়েকদিন ঢাকা যাওয়া হয়নি। এখন পরিবেশ বেশ স্বাভাবিক। যানবাহনও পর্যাপ্ত চলাচল করছে। তাই ঢাকা যাচ্ছি। কাজ শেষে আবার বিকেলে ফিরে আসবো।

ঢাকাগামী একটি বাসের চালক মো. ইব্রাহিম নামের এক ব্যক্তি বলেন, আজ যাত্রীদের বেশ চাপ রয়েছে। বাসের সব সিটই আজ ফিলাপ হয়ে যাচ্ছে। পথে কোনো সমস্যা হচ্ছে না।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার পরিবহনও যাওয়া-আসা করছে। যাত্রীদেরও ভিড় রয়েছে। এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দায়িত্বরত রয়েছে হাইওয়ে পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাকিল আহমেদ জানান, এক্সপ্রেসওয়েতে আমাদের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। সড়কে পরিবহনসহ সব ধরনের গাড়ির বেশ চাপ দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।