ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে রুবেল ভুঁইয়া (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।  

রোববার (২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত রুবেল ভু্ঁইয়া সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বাসিন্দা।  

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ডাদেশ পেয়ে গত ১৩ জুলাই কারাগারে আসেন রুবেল ভুঁইয়া। রোববার ভোর ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারাগারের চিকিৎসকদের পরামর্শে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।