ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢালাইয়ের সময় নওগাঁ সার্কিট হাউসের ছাদ ধসে ৪ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
ঢালাইয়ের সময় নওগাঁ সার্কিট হাউসের ছাদ ধসে ৪ শ্রমিক আহত

নওগাঁ: ঢালাইয়ের সময় নওগাঁ সার্কিট হাউসের নবনির্মিত গেটের পিলার, ছাদ ও সাটারিং ভেঙে পড়ে চার শ্রমিক আহত হয়েছেন। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

 

রোববার ( ২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন- নওগাঁ সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ভূট্টো (৪০), শহরের চকদেবপাড়া মহল্লার ইসমাইলের ছেলে বাবু (৪২), সদর উপজেলার মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন (৪০) এবং সাপাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন (৪০)।  

শ্রমিকরা জানান, সার্কিট হাউসের নির্মাণাধীন গেটটি হঠাৎ ভেঙে পড়ে। এসময় সাটারিংয়ের নিচে চাপা পড়েন চার শ্রমিক। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করান।

খবর পেয়ে জেলা প্রশাসক গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজ নেন।

নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী
মিজানুর রহমান জানান, ঢালাইয়ের সময় সাটারিং ভেঙে পড়েছে। এটি তো ঠিকাদারি প্রতিষ্ঠানের দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।