ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৫জন অসুস্থ, নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৫জন অসুস্থ, নারীর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে সানজিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

 

এছাড়া গৃহকর্তা আনিছুর রহমান ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা গ্রামে সানজিদা বেগমের মৃত্যু হয়। এর আগে শনিবার বাড়িতে রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন সবাই। মৃত্যুবরণকারী সানজিদা বেগম আনিছুর রহমানের শাশুড়ি।

আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার জানান, শনিবার দুপুরে বাড়িতে শাক ও লাউ রান্না করা হয়েছিল। এ খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। সবারই পাতলা পায়খানা ও বমি হতে থাকে। একপর্যায়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে স্যালাইন ও ওষুধ খাওয়া হয়। এরই মধ্যে রোববার দুপুরে বাড়িতেই মা সানজিদা বেগম মারা যান। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সুজন বলেন, বিষয়টি কেউ থানায় অবগত করেনি।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।