পটুয়াখালী: জেলার কলাপাড়ায় বস্তাভর্তি পচা মুরগী মাংস সংরক্ষণের দায়ে মিজানুর রহমান (৪৫) নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।
এসময় কলাপাড়া থানা পুলিশের সদস্য ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে ওই হোটেল ব্যবসায়ী পচা মুরগি রান্না করে বিক্রি করে আসছিল। সকালে দোকানে অভিযান চালিয়ে এক বস্তাভর্তি দুর্গন্ধযুক্ত মুরগির মাংস জব্দ করা হয়। পরে এসব মুরগি মাটিচাপা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এসএম