ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের ক্লিনিক ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
সচিবালয়ের ক্লিনিক ভবনে আগুন

ঢাকা: প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ৯ নং বিল্ডিংয়ের ক্লিনিক ভবনের পেছনের দিকে নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে আগুন লাগে।

আগুন লাগার পর ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় সচিবালয়ের ওই ভবনের আশপাশে উপস্থিত লোকজন বালতিতে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।  

বেলা সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের লোকদের সাথে কথা বলে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।  

আগুন লাগার কারণে বর্তমানে ওই ভবন এবং পাশের গণমাধ্যম কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।  

বাংলাদেশ সময় : ১৬৩২ ঘণ্টা, আগস্ট ০১,২০২৪
আরকেআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।