ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল দুই ভাইয়ের

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাকের মধ্যে চাপা পড়ে ইজিবাইকে থাকা দুই ভাই নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি এলাকায় লাম-মীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার বরইতলা বিশ্মমবরদী গ্রামের আবু রায়হান শেখের দুই ছেলে আবুল বশার শেখ (৩৫) ও আবুল খায়ের শেখ (৩০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি লাম-মীম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এসময় অপর দিক থেকে আসা টেকেরহাটগামী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মাঝখানে পড়ে যায় ব্যাটারি চালিত একটি ইজিবাইক। দুই গাড়ির মধ্যে চাপা পড়ে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন ইজিবাইকের চালক। খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালান।  

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।