ঢাকা: সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও অগ্নিসংযোগ ছাত্রদের কাজ না বলে উল্লেখ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সেক্টর সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, বিগত ১৬ জুলাই থেকে ২১ জুলাই যেভাবে আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে, এগুলো ছাত্রদের কাজ না।
তিনি বলেন, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে, বিএনপি, জামায়াত-শিবির দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে উন্নয়ন, অর্থনীতি ধ্বংস করার অশুভ পাঁয়তারা করেছে। এ থেকে আমাদের কলকারখানা সংশ্লিষ্ট খাতগুলোকে কীভাবে রক্ষা করতে পারবো, যথাযথ সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষা করে রপ্তানিমুখী শিল্পগুলোকে রক্ষা করার লক্ষ্যে অংশীজনদের নিয়ে আলোচনার লক্ষ্যে এখানে বসেছি।
তিনি আরও বলেন, এখানে প্রায় সবার নানা পরামর্শ দিয়েছেন আরও অনেকে দেবেন, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দেশটাকে এগিয়ে নিতে চাইছি। বর্তমান পরিস্থিতি সামাল দিয়ে আমরা কীভাবে আমাদের রপ্তানিখাত রক্ষা করতে পারি সেই কর্মপরিকল্পনা করছি। আশা করি আমরা যদি সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলে বর্তমান সংকটের উত্তরণ ঘটাতে পারবো।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
আরকেআর/আরআইএস