ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
রংপুরে সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় মিলেছে

নীলফামারী: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে নিহত দুইজনের পরিচয় মিলেছে। তারা হচ্ছেন রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধান হারা ও তার ভাগনে খসরু।

রোববার (৪ আগস্ট) দুপুরে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

কাউন্সিলর হারাধন রায় হারা রংপুর মহানগর আওয়ামী লীগের মেট্রোপলিটন পরশুরাম থানা কমিটির সভাপতি।

এ ব্যাপারে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় হারাধন রায় এবং খসরু নামে দুজনের মারা যাওয়ার খবর পেয়েছি। হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা গুরুতর বলে জেনেছি।  

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, শুনেছি দুজন মারা গেছেন। আমাদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি। পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।