ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগ থেকে ফার্মগেটের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
শাহবাগ থেকে ফার্মগেটের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা

ঢাকা: রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান থেকে একদল শিক্ষার্থী ফার্মগেটের দিকে যাচ্ছেন।

রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তারা পরীবাগ-বাংলামোটর-কারওয়ান বাজার হয়ে ফার্মগেটের দিকে যেতে থাকেন।

তার আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগে রোববারের কর্মসূচি শেষ করেন।

জানা যায়, ফার্মগেটের দিক থেকে একজনকে আহত অবস্থায় রিকশায় আনতে দেখে আন্দোলনকারীরা সেদিকে রওয়ানা হন। তবে তারা কোথায় যাবেন, সেটি জানা যায়নি।

এদিকে, ইসলামী আন্দোলনের একটি মিছিল বিকেলে শাহবাগ এসে পরে মৎস্য ভবনের দিকে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এসসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।