ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
ঢামেকে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আরও এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম তাহিদুল ইসলাম (২২)।

রোববার (২৪ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে উদ্ধার করে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা করে বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন যুবকের মধ্যে জুয়েল নামে এক যুবক সাংবাদিকদের কাছে দাবি করেন, ফার্মগেটে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেন তারা। সে আন্দোলনে তার সঙ্গেই ছিলেন তাহিদুল ইসলাম। সেখানে আমাদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা সদস্যরা গুলি চালায়। সেই গুলিতেই সে আহত হলে হাসপাতালে আনা হলে পরে মারা যান। নিহত যুবক বরিশাল বানারীপাড়া উপজেলা এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান আরও এক যুবক হাসপাতালে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।