ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উত্তপ্ত বরিশালে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
উত্তপ্ত বরিশালে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন 

বরিশাল: উত্তপ্ত বরিশালে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বান্দরোড অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।

সড়কের ওপর এ কর্মসূচি করা হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সমন্বয়কারীরা। সেইসঙ্গে শান্তিপূর্ণভাবে কর্মসূচিও শেষ করেন তারা।

এদিকে বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে বিক্ষোভ সমাবেশে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।