ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে আ. লীগ-আন্দোলনকারী সংঘর্ষে নিহত বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
রংপুরে আ. লীগ-আন্দোলনকারী সংঘর্ষে নিহত বেড়ে ৩

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে রংপুরে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। তার নাম মাসুম (৩০)।

তিনিও মহানগর যুবলীগের কর্মী। এ নিয়ে রোববার (৪ আগস্ট) তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত 
করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দিক।  

এর মধ্যে মাসুম ও খাইরুল ইসলাম সবুজের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহত কাউন্সিলর হারাধনের মরদেহ এখনো নগর ভবনের সামনের ওভার ব্রিজ এলাকায় পড়ে আছে। সেখানে আরও একটি মরদেহ পড়ে আছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকেই পাবলিক লাইব্রেরি থেকে সিটি বাজার কৈলাশরঞ্জন মোড় পর্যন্ত দখলে নিয়ে অবস্থান করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।