ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাড়া-মহল্লায় সাধারণ মানুষের উল্লাস

সিনিয়ির করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
পাড়া-মহল্লায় সাধারণ মানুষের উল্লাস

ঢাকা: রাজধানীর বিভিন্ন পাড়া- মহল্লা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সাধারণ মানুষ বিজয় উল্লাস করে শাহবাগের দিকে যাচ্ছেন।

সোমবার (০৫ আগস্ট) দুপুরে রাজধানীর পুরাণ ঢাকার বিভিন্ন স্থান থেকে এসব মিছিল বের হতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, 'ভুয়া, ভুয়া' স্লোগান দিয়ে রাজধানীর পুরাণ ঢাকায় অলি গলি থেকে শাহবাগের দিকে যাচ্ছে ছোট ছোট মিছিল।  

এসময় মিছিলে অংশগ্রহণকারী রুবেল বলেন, 'শেখ হাসিনা ভুয়া, দেশ ছেড়ে পালালো কেন? আজকে দেশে ছাত্র জনতার জয় হয়েছে। ' 

এর আগে সোমবার বিকেল ৩টার কিছুক্ষণ পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। এ সময় ভেতরে তাদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়।

আজ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।

শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

হেলিকপ্টারটি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
জিসিজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।