ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়া কারাগারে বিশৃঙ্খলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
কুষ্টিয়া কারাগারে বিশৃঙ্খলা

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার কারাগারে বন্দিদের নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। কারাগার থেকে কিছু বন্দি পালিয়ে যাওয়ার আশঙ্কা করছে কারা কর্তৃপক্ষ।

খবর পেয়ে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

বুধবার (০৭ আগস্ট) বেলা ২টার দিকে কুষ্টিয়া জেলা কারাগারে এ ঘটনা ঘটে।  

এসময় অন্তত ১০-১৫ জন কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল কারাগারে আসে।

কুষ্টিয়া কারাগারের জেলার আবু মুসা জানান, কারাগারের ভেতরে কতজন বন্দি রয়েছেন, তা গুনে দেখা হচ্ছে। তারপর জানা যাবে কেউ পালিয়ে গেছেন কিনা। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।