ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলাহাটে গণপিটুনিতে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
ভোলাহাটে গণপিটুনিতে ডাকাত নিহত প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ সড়কে ডাকাতির সময় ধরা পড়ে গণপিটুনিতে সানোয়ার নামে এক ডাকাত নিহত হয়েছেন।  

বুধবার (৭ আগস্ট) রাতে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত সানোয়ার শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামের বাহার আলীর ছেলে।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি ভ্যান বড়গাছী বাজার আসছিল। এমন সময় জামবাড়িয়া ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় ভ্যানের গতিরোধ করেন কয়েকজনের সংঘবদ্ধ ডাকাত। এ সময় উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে এলে ডাকাত সানোয়ারকে ঝাপটে ধরে চিৎকার করতে থাকেন ভ্যানচালক। টের পেয়ে ট্রাক ও বাসের লোকজন এবং স্থানীয় জনতা ছুটে এলে ডাকাত দলের অন্যরা পালিয়ে যান। কিন্তু আটকা পড়া সানোয়ারকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলেই ডাকাত সানোয়ারের মৃত্যু হয়।  

ভোলাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, ভোলাহাটের জামবাড়িয়া এলাকায় ডাকাতি করার সময় সানোয়ার নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।