ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে র‌্যাব-সেনাবাহিনী সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
মাদারীপুরে র‌্যাব-সেনাবাহিনী সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

মাদারীপুর: জেলায় র‌্যাব ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকালে শহরের পুরান বাজারের কাঁচাবাজার থেকে শুরু করে দিনব্যাপী চলে এ কার্যক্রম।

পরে চালের আড়ত, মাছ বাজার ঘুরে দেখেন তারা। এ সময় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাড়তি দাম রাখা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

এ সময় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত, সিনিয়র পুলিশ সুপার তুহিন রেজা, উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন, ডিএডি রেজাউল ইসলাম, সেনাবাহিনী কর্মকর্তা ও সেনা সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে আজ সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা আমাদের সঙ্গে ছিলেন। ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। সবাইকে সচেতন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।