বরিশাল: বরিশাল নগরের বিভিন্ন এলাকার ওষুধ বিক্রয়ের প্রতিষ্ঠানগুলো (দোকান) ঘুরে দেখছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, এ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ওষুধের দোকানগুলোতে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেন।
এসময় তারা নগরের হাসপাতাল রোড, কাঠপট্টি, সদর রোডসহ বিভিন্ন এলাকায় ওষুধ বিক্রয়ের প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন। পাশাপাশি ওষুদের মেয়াদ ও দামের বিষয়েও তদারকি করেন।
এসময় উপস্থিত ছিলেন রবিউল,তানহা,অন্যানা,আফসান,শোয়েব,খুশবুসহ শিক্ষার্থী নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত প্রাণের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। এখন এই স্বাধীন দেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে ব্যবসা করার আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এমএস/এসএএইচ