ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নতুন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
নতুন কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন

ঢাকা: নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মীর মুস্তাফিজুর রহমানের ৮ আগস্টের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

 

প্রজ্ঞাপনে জানানো হয়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা অধিদপ্তরের প্রধান কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

তিনি বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের স্থলাভিষিক্ত হলেন।  

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক আনিসুল হককে সেনাসদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এজেডএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।