ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ

আমিরাতে বন্দি শ্রমিকদের ছাড়াতে কথা বলবেন প্রধান উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
আমিরাতে বন্দি শ্রমিকদের ছাড়াতে কথা বলবেন প্রধান উপদেষ্টা মতবিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করার কারণে আরব আমিরাতে বন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য দেশটির সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করেন এম তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এক প্রশ্নের উত্তরে এম তৌহিদ হোসেন বলেন, আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিচার করে অনেক বাংলাদেশিকে জেল দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা দেশটির সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন, যাতে তাদের শাস্তি মওকুফ করা হয়।

তিনি জানান, তারা (বাংলাদেশি) হয়তো সে সময় সে দেশের আইন কানুন ভুলে গিয়েছিলেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে রাস্তায় বিক্ষোভ করার কারণে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আরব আমিরাত।  গত ২২ জুলাই তাদের মধ্যে তিন জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর করে এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেন আবুধাবির রাষ্ট্রীয় আপিল আদালত।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এম তৌহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।