ঢাকা, মঙ্গলবার, ২৯ শ্রাবণ ১৪৩১, ১৩ আগস্ট ২০২৪, ০৭ সফর ১৪৪৬

জাতীয়

গণহত্যামূলক অপরাধের বিরুদ্ধে অটল থাক‌বে বাংলা‌দেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
গণহত্যামূলক অপরাধের বিরুদ্ধে অটল থাক‌বে বাংলা‌দেশ

ঢাকা: যেকো‌নো প‌রি‌স্থি‌তি‌তে জেনেভা কনভেনশন অনুযায়ী গণহত্যামূলক অপরাধের বিরুদ্ধে নীতিগত অবস্থান অব্যাহত রাখবে বাংলাদেশ।

সোমবার (১২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পো‌স্টে জেনেভা কনভেনশন গ্রহ‌ণের ৭৫তম বার্ষিকী উপল‌ক্ষে এক বিবৃ‌তি‌তে এ অবস্থান ব‌্যক্ত ক‌রা হয়।

এতে বলা হয়, জেনেভা কনভেনশনের চারটি কনভেনশন এবং দুটি প্রোটোকলের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি বাংলা‌দেশ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশ বিশ্বের যেকোনো স্থানে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের বিষয়ে সোচ্চার রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে সংঘটিত গণহত্যামূলক অপরাধের বিরুদ্ধে নীতিগত অবস্থান অব্যাহত রাখবে।

সম্প্রতি বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নের প্রসঙ্গ টে‌নে বিবৃ‌তি‌তে বলা হয়, শিক্ষার্থী ও জনগণের সাম্প্রতিক গণ-অভ্যুত্থান আবারও আন্তর্জাতিক মানবিক আইনের নীতির প্রতি বাংলাদেশের অদম্য অঙ্গীকারের প্রমাণ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।