ঢাকা, মঙ্গলবার, ২৯ শ্রাবণ ১৪৩১, ১৩ আগস্ট ২০২৪, ০৭ সফর ১৪৪৬

জাতীয়

পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা: ছাত্র আন্দোলনের সময় আহত বর্ডার গার্ড সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।  

মঙ্গলবার (১৩ আগস্ট) বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বর্ডার গার্ড হাসপাতালে আসেন।  

এ সময় তিনি আহত বিজিবি সদস্য এবং আন্দোলনে আহত হয়ে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।  

আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন উপদেষ্টা।  

সাম্প্রতিক ঘটনায় বিজিবির তিন জন সদস্য নিহত (এদের মধ্যে দুজন র‌্যাবে কর্মরত ছিলেন) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়েছেন।  

এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ও গেন্দুয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারাও বর্তমানে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১৩,২০২৪
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।