ঢাকা, মঙ্গলবার, ২৯ শ্রাবণ ১৪৩১, ১৩ আগস্ট ২০২৪, ০৭ সফর ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ

ময়মনসিংহ: ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহ নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর টাউন হল মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।  

পরে বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এই হত‍্যাকারীকে দেশে ফিরিয়ে এনে প্রতিটি হত‍্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের ছাত্র-সমাজ আরও কঠোর হতে বাধ‍্য হবে।  

বিক্ষোভ মিছিলে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। এতে নেতৃত্ব দেন বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।