ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুরাছড়ি সীমান্তে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই শ্রমিক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
জুরাছড়ি সীমান্তে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই শ্রমিক নিহত 

রাঙামাটি: রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জিপগাড়ি) খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ছয়জন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাইচল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিনিমং মারমা (২০) ও মনু চাকমা (৪০)। হতাহতদের সবাই রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকরা বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িতে করে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে বাজার করে নিজেদের গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে চালক নিহত হন।  

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আরেকজনের মৃত্যু হয়। আহতের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন আহতকে আনা হলে দুইজনকে মৃত পাওয়া যায়। অপর ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।