ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দিরা রোড থেকে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার

মেডিকেল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানার ইন্দিরা রোডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

তেজগাঁও থানার এসআই মাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার সকাল সাড়ে ৭টায় ইন্দিরা রোডের আনোয়ারা পার্ক সংলগ্ন ফুটপাথ থেকে আনিসের মরদেহ উদ্ধার করেন তিনি।

এসময় মৃত ব্যক্তির পাশে পড়ে থাকা একটি ছুরিও উদ্ধার করা হয়।

এসআই মাইদুল আরও জানান, বিগত বেশকিছুদিন ধরে আনিসকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৪৯, ০৯ সেপ্টেম্বর, ২০১২
এজেডএম /সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।