ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র 

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভে।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে তার অফিসে দেখা করেন। সে সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান হেলেন লাফাভে।

বৈঠকে বর্তমান সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে উপদেষ্টা জোর দেন যে বাংলাদেশের ছাত্র-জনতা যে সংস্কারগুলো আকাঙ্ক্ষা করেছিল তা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন করবে। বৈঠকে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।