ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, আগস্ট ১৫, ২০২৪
শেখ হাসিনার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

নেত্রকোনা: সাংবাদিক সাগর-রুনি, বিএনপির নেতা-কর্মীদের গুম, খুন, হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ‘নির্দেশদাতা’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন রনির নেতৃত্বে  নেত্রকোনা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিএনপির শত শত নেতা-কর্মী অংশ  নেন।  

বিক্ষোভ মিছেল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, গণতন্ত্রহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সব হত্যার বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।