ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাড়ির ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী-সন্তানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
গাড়ির ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী-সন্তানের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী ও তাদের সন্তানের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মল্লিকা সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিন মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার মিতু (২২) এবং তাদের ছেলে আলভী (১৫ মাস)।  

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূঁইয়া জানান,  দুপুরে ইয়াছিন সদর দক্ষিণ উপজেলার রতনপুরে তার বোনের বাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি সদর দক্ষিণ উপজেলার ভাগুলপুর গ্রামে যাচ্ছিলেন। পথে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইয়াছিনের স্ত্রী মিতু এবং তার কোলে থাকা ১৫ মাসের ছেলে আলভী ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন ইয়াছিন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।