ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপির ৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
ডিএমপির ৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার মর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

বদলিপ্রাপ্তরা হলেন: বিপ্লব কুমার সরকার যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ ছিলেন) ডিএমপি পুলিশ সদরদপ্তরে, সঞ্জিত কুমার রায় যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরে ছিলেন) ডিএমপি সদরদপ্তরে, মো. শহিদুল্লাহ যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণে ছিলেন) থেকে ডিএমপি সদরদপ্তরে, মোহাম্মদ আশরাফ ইমাম উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক-ওয়ারী বিভাগে ছিলেন) থেকে ডিএমপি সদরদপ্তরে ও আফম আল কিবরিয়া উপ-পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে ছিলেন) ডিএমপি সদরদপ্তরে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।