ঢাকা, শনিবার, ২ ভাদ্র ১৪৩১, ১৭ আগস্ট ২০২৪, ১১ সফর ১৪৪৬

জাতীয়

পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে চট্টগ্রাম-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে চট্টগ্রাম-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি: পাহাড় ধসের কারণে খাগড়াছড়ির সাথে চট্টগ্রাম ও ঢাকা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) সকালে জেলার মাটিরাঙ্গার আলুটিলা পুলিশ বক্স সংলগ্ন এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের লিডার দীপক কান্তি বড়ুয়া বলেন, কয়েক দিনের মাঝারি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বড় একটি অংশ ধসে পড়ায় সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।

এদিকে পাহাড় ধসের পর থেকে বেশ কিছু গাড়ি সেখানে আটকা পড়েছে। তবে কিছু গাড়ি রাঙামাটি সড়ক হয় চট্টগ্রামের দিকে চলাচল করছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।