ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রঘুনাথপুর সীমান্তে গরুসহ ভারতীয় ৫ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
রঘুনাথপুর সীমান্তে গরুসহ ভারতীয় ৫ পাচারকারী আটক

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশে অনুপ্রবেশ ও চোরাচালান করার দায়ে চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে তিনটি গরুসহ ভারতীয় পাঁচজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো দেশি অস্ত্র ও পাচারের কাজে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়।

শনিবার (১৭ আগস্ট) সকালে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর ধার থেকে তাদের আটক করা হলেও রোববার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান।  

তিনি জানান, শনিবার সকালে ভারত থেকে তিনটি গরু নিয়ে ভারতীয় পাঁচজন পাচারকারী রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। গোপন খবর পেয়ে সে সময় অভিযান চালিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান কাজে জড়িত থাকার অভিযোগে গরুসহ তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র ও দুটি নৌকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে রোববার সকালে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।