ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে ২ কেজি হেরােইন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
কলারোয়া সীমান্তে ২ কেজি হেরােইন জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারত থেকে আসা দুই কেজি হেরােইন জব্দ করেছে বিজিবি। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

 

বুধবার (২১ আগস্ট) ভোরে কলারোয়া উপজেলার দকলের মোড় এলাকা থেকে এই মাদকের চালান জব্দ করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলায় কাকডাংগা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাঠোয়ারীর নেতৃত্বে একটি চৌকস দল সীমান্তের দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান নেয়। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা ওই এলাকা তল্লাশি করে একটি ব্যাগ হতে দুই কেজি ভারতীয় হেরোইন জব্দ করে। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।