খাগড়াছড়ি: বৃষ্টি না থাকায় খাগড়াছড়ি জেলা সদরের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন।
তবে নিচু এলাকা হওয়ার কারণে দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশির ভাগ এখনও পানিবন্দি। কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বেশ কয়েকটা গ্রাম এখনও প্লাবিত।
এদিকে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। বন্যার্তদের জন্য খাগড়াছড়িতে ৪০০ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ করা হয়েছে।
বন্যার কারণে জেলায় আড়াই থেকে তিন হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।
সড়ক থেকে পানি না নামায় খাগড়াছড়ির সঙ্গে বাঘাইছড়ি ও লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এডি/আরবি