ঢাকা, শনিবার, ৯ ভাদ্র ১৪৩১, ২৪ আগস্ট ২০২৪, ১৮ সফর ১৪৪৬

জাতীয়

রামগড়ে বন্যার্তদের খাদ্যপণ্য দিচ্ছে সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
রামগড়ে বন্যার্তদের খাদ্যপণ্য দিচ্ছে সেনাবাহিনী

খাগড়াছড়ি: রামগড় উপজেলার প্লাবিত এলাকার প্রায় তিন শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।

শনিবার(২৪ আগস্ট) সকালে উপজেলার মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়।

জোন ক্যাপ্টেন ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত দুর্গত এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন মাটিরাঙ্গা সেনা জোন করে যাবে। যতই দুর্গম বা প্রত্যন্ত এলাকা হোক সেনাবাহিনী সহযোগিতা পৌঁছে দেবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

welcome-ad