ঢাকা, শনিবার, ৯ ভাদ্র ১৪৩১, ২৪ আগস্ট ২০২৪, ১৮ সফর ১৪৪৬

জাতীয়

রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠন করা হবে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জেলা পরিষদ পুনর্গঠন করতে হলে করণীয় বিষয়ে মতামত দিতে সুশীল সমাজের প্রতি অনুরোধ জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেন, জেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমরা কাজ করব। এ ব্যাপারে সরকার প্রধানকে অবহিত করা হয়েছে। সবাইকে মিলেমিশে পাহাড়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এ সময় জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।