ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ফেনীতে বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

ঢাকা: বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ফেনীতে বন্যার্তদের মাঝে ৪০ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করেছেন গ্রুপ সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৪ আগস্ট) রাতে ফেনী জেলা প্রশাসনের কাছে ত্রাণের প্রথম চালান হিসেবে ৪ হাজার প্যাকেট তুলে দেন সংশ্লিষ্টরা। প্যাকেটে রয়েছে বিস্কিট, ওরস্যালাইন, চিড়া-মুড়ি ও জুস, পানি ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট এবং দেয়াশলাই।

বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনের (সেক্টর-এ) কর্মকর্তা কাজী রোকন উদ্দিন এসব প্যাকেট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ ফুড ডিভিশনের ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সিকিউটিভ রনি হোসেন, সেলস মনিটরিং রবিউল হক ভুইয়া, ফেনী টিএসআই আব্দুল কুদ্দুস ও জেলা প্রশাসকের ডিপার্টমেন্ট অব রিলিফ অপারেশনের (ডিআরও) কর্মকর্তা।

শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে ফেনীর বন্যা কবলিত এলাকায় বসুন্ধরা গ্রুপের এসব ত্রাণ বিতরণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।