ঢাকা, শনিবার, ৯ ভাদ্র ১৪৩১, ২৪ আগস্ট ২০২৪, ১৮ সফর ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
বাগেরহাটে শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

বাগেরহাট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া বাগেরহাটের ৫ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।  

শনিবার (২৪ আগস্ট) বিকেলে শহরের দশানী ট্রাফিক মোড় এলাকায় প্রত্যেক শহীদদের পরিবারে সহযোগিতা হিসেবে নগদ ২ লাখ টাকা করে দেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

তাদের পরিবারের খোঁজ খবর নেন। স্বজন হারানোর জন্য সান্ত্বনা দেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।  

সমাবেশে আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খাঁন, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাত্র এক মাসের আন্দোলনের মুখে দেশ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এ আন্দোলনে এক হাজারের বেশি শহীদ হয়েছে, শহীদদের কাতারে বাগেরহাটের ৫ জন রয়েছে।  বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ পরিবারের পাশে রয়েছে। সারাজীবন তাদের পাশে থাকবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। পালানোর আগে জামায়াতে ইসলামীকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল, আমরা বলেছিলাম অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ তাই আমরা মানি না। নিষেধাজ্ঞার ৪ দিনের মধ্যেই সেই জামায়াতে ইসলামীকে জনগণ সম্মানিত করেছে। জামায়েত ইসলামী দেশের সাধারণ মানুষের পাশে থাকবে আজীবন।

নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করতে যে সময় লাগবে আমরা সেই সময় দিতে রাজি আছি। সংস্কারের পরেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। যে নির্বাচনে ছাত্রলীগ ও পুলিশ বলবে না, যে আপনাদের ভোট হয়ে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে। সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় এই নেতা।

বক্তব্য শেষে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

সহযোগিতা প্রাপ্তরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হিজলা মাঠপাড়া এলাকার শহিদুল মোল্লার ছেলে শহীদ সাব্বির ইসলাম সাকিবের পরিবার, একই উপজেলার ভুড়ি গাংনি এলাকার পারভেজ শেখের ছেলে শহীদ বিপ্লব শেখ, মোরেলগঞ্জ উপজেলার হরীতকী তলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শহীদ মাহফুজুর রহমান, বাগেরহাট সদর উপজেলার বাসবাড়িয়া এলাকার বুলবুল কবিরের ছেলে শহীদ আলিফ আহমেদ সিমাম,  একই উপজেলার গোপালকাঠি এলাকার কালাম মোল্লার ছেলে শহীদ আলমগীর মোল্লা। এসময় বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।