ঢাকা: ইউক্রেনের স্বাধীনতা দিবসে সংহতি প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। শনিবার (২৪ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ সংহতি জানায়।
ব্রিটিশ হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, ইউক্রেনের স্বাধীনতা দিবসে, আমরা ইউক্রেনের জনগণের প্রতি আমাদের দৃঢ় সমর্থন প্রকাশ করছি। ৩৩ বছর আগে এই দিনে ইউক্রেনীয় জনগণ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা বেছে নিয়েছিল। তারপরের বছরগুলোয় ইউক্রেন একটি সমৃদ্ধ গণতন্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে। অনন্য শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক পরিচয়ের জন্যও দেশটি গর্বিত। রাশিয়ার অবৈধ আক্রমণের পর, ইউক্রেনীয়রা তাদের জমি ও নিজস্ব পরিচয়ের জন্য লড়াই করছে।
ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সামরিক, আর্থিক, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন রয়েছে। আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে, আমরা ইউক্রেন এবং দেশটির জনগণের স্বাধীনতার লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছি।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২৪ আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে স্বাধীনতা লাভ করে ইউক্রেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০২৪
টিআর/এমজে